Home বিনোদন পোশাক তৈরি, কবে বিয়ে করছেন কঙ্গনা

পোশাক তৈরি, কবে বিয়ে করছেন কঙ্গনা

SHARE

লোকসভা নির্বাচনের পর বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর সে জন্য ইতোমধ্যেই পোশাক নির্বাচনও করে ফেলেছেন তিনি। মুম্বাইয়ের খ্যাতনামী এক পোশাকশিল্পীর কাছে গিয়ে এই বিশেষ কাজটি সেরেছেন কঙ্গনা।

বলিউডে এখন প্রায় অধিকাংশ অভিনেত্রীই বিবাহিত। কিন্তু, এখনও পর্যন্ত ‘সিঙ্গল’ বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। চারপাশে এত বিয়ে দেখে নাকি তার আর তর সইছে না ।

বিয়ের জন্য মুম্বাই নয়, হিমাচলই পছন্দ কঙ্গনার। তবে খুব বেশি আয়োজন নয়, বরং ঘরোয়া পরিবেশে ছিমছাম ভাবেই বিয়ে সারবেন অভিনেত্রী। এর আগে ২০২২ সালে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘‘আগামী পাঁচ বছরে সব হবে। আমিও সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। স্বপ্ন দেখি, আমার সাজানো সংসার আগলাবে আমার স্বপ্নের পুরুষ। ’’ সম্প্রতি মুম্বাইয়ের এক পোশাকশিল্পী অভিনেত্রীর এই বিয়ের খবরটি ফাঁস করেছেন। কিন্তু পাত্রটি কে, সে নিয়ে কিছুই জানাননি তিনি।