Home খেলা চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকছেন না হাতুরুসিংহে

চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকছেন না হাতুরুসিংহে

SHARE

সিলেটে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরে হোয়াইট ওয়াশের শঙ্কা দেখছে বাংলাদেশ। সিরিজ ড্র করতে হলে জিততে হবে বাংলাদেশকে।

আগামী ৩০ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু সিলেট থেকে আজ (২৭ মার্চ) বাংলাদেশ দলের চট্টগ্রাম যাওয়ার কথা।

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৮ মার্চ) দলের সঙ্গে যোগ দেয়ার কথা সাকিব আল হাসান ও হাসান মাহমুদের। সিরিজের শেষ টেস্টের স্ট্র্যাটেজিটা ঠিক করার কথা হেড কোচ চন্দিকা হাতুরুসিংহের।

তবে শেষ টেস্টে বাংলাদেশ দল পাচ্ছে না হাতুরুসিংহেকে। ব্যক্তিগত কারণে চট্টগ্রাম টেস্টে দলের সঙ্গে থাকতে পারছেন না হাথুরুসিংহে। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে বিসিবি। শেষ টেস্টে হেড কোচ হাথুরুসিংহের জায়গায় সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব পালন করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।