Home আন্তর্জাতিক আগামী মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আলোচনা হতে পারে : সিএনএন

আগামী মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আলোচনা হতে পারে : সিএনএন

SHARE

গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হতে পারে। সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

টিভি চ্যানেলের পরিবেশিত খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এই আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

এর আগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।

টিভি চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা সামরিক মন্ত্রিসভার সদস্যদের জানান।
খবর তাস