Home খেলা আইপিএল : প্লে-অফে কে কার মুখোমুখি

আইপিএল : প্লে-অফে কে কার মুখোমুখি

SHARE

নিশ্চিত হয়েছে আইপিএল প্লেঅফের চার দল। শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্য তিন দল হলো- কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

প্লে-অফে কে কার মুখোমুখি হবে?

১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে কলকাতা, ১৪ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু। এই দুই দলের পজিশন বদলের আর কোনো সুযোগ নেই। তবে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট দুইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও ১৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা হায়দরাবাদের পজিশন বদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

যারা দুইয়ে থাকবে, প্রথম কোয়ালিফায়ারে কলকাতা তাদের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ার জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে এলিমিনেটর, তাদের প্রতিপক্ষ হবে লিগপর্ব শেষে তিনে থাকা দল। এরপর প্রথম কোয়ালিফায়ার হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জয়ী দলের সঙ্গে। এখানে যারা জয় পাবে, তারা ফাইনালে মিলিত হবে প্রথম কোয়ালিফায়ার জয়ী দলের সঙ্গে।

লিগপর্ব শেষে ২১ মে থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সেদিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২২ মে এলিমিনেটর, ২৪ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬ মে।