Home খেলা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০ আজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-২০ আজ

SHARE

আর কিছুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ মঙ্গলবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

এর আগে ঝড়-বজ্রপাত এবং হারিকেনের কারণে সৃষ্ট বাতাসে গত সপ্তাহে কিছুটা ক্ষয়ক্ষতি হয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়ামের।

এদিকে আসন্ন এই সিরিজের জন্য টিকিটের দামও প্রকাশ করেছে স্বাগতিকরা। ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৭৫০ টাকা।