Home খেলা বিশ্বকাপে দ. আফ্রিকা-শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত: মাশরাফি

বিশ্বকাপে দ. আফ্রিকা-শ্রীলঙ্কার সঙ্গে জেতা উচিত: মাশরাফি

SHARE

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ইতিমধ্যে পৌঁছে গেছে বিশ্বকাপের দেশে। সময় যত ঘনিয়ে আসছে ততো বাড়ছে আলোচনা, হিসেব-নিকেষ। কতদূর যেতে পারে কী করতে পারে এই নিয়ে বোদ্ধা হতে শুরু করে ভক্তরা পর্যন্ত দিচ্ছেন নিজেদের মতামত।

এবার বাংলাদেশের সম্ভাবনা, সামর্থ্য নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আচ সোমবার (২০ মে, ২০২৪) কাবাডির একটি প্রোগ্রাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক।

মাশরাফির মতে গ্রুপপর্বে বাংলাদেশের শক্তিশালী দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা উচিৎ, ‘দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গেতো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যেকোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে।’

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ২০ দলের বিশ্বকাপে গ্রুপ হয়েছে ৪টি। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের বিশ্বকাপ, একদিন বাদে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই হবে নিউ ইয়র্কে। আর বাকি দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে হবে ১৩ ও ১৭ জুন।

মাশরাফি বলেন, ‘ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে… দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার দুইটাই নয় কেন? দুইটাকেই চিন্তা করা যায় হারাতে পারে কিনা।’

তবুও কতদূর যেতে পারে বাংলাদেশ? মাশরাফি জানান প্রথম রাউন্ড পার করতে পারলে একটা ধারণা পাওয়া যাবে, ‘কতদূর যেতে পারবে বলতে পারব না। তবে ভালো কিছু করুক এটাই আশা করছি, আমি নিশ্চিত আপনারাও সেটাই আশা করেন।’

‘আমি অবশ্যই চাইব বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাস্তবিকভাবে ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন। দল কেমন ছন্দে আছে, খেলোয়াড়রা কেমন ফর্মে আছে। প্রথম রাউন্ড পার করতে পারলে একটা ধারণা হবে’-আরও যোগ করেন মাশরাফি।