Home খেলা যে দু’জন বিশ্বকাপের সেরা ব্যাটার-বোলার হবেন

যে দু’জন বিশ্বকাপের সেরা ব্যাটার-বোলার হবেন

SHARE

আর মাত্র একদিন। এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হবে কোন চার দল, তা নিয়ে জোর আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরেই।

এবার বিশ্বকাপের সেরা ব্যাটার-বোলার নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন তার স্বদেশি ট্রাভিস হেড। বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট দখলে থাকতে পারে ভারতের জাসপ্রিত বুমরাহর, বলছেন অসিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ট্রাভিস হেড এবারের আইপিএলে ৫৬৭ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন। তাকে নিয়ে পন্টিং বলেন, ‘আমার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হতে পারে ট্রাভিস হেড। শেষ কয়েক বছর ধরে, লাল বলে হোক বা সাদা বলে, সুযোগ পেলেই অসাধারণ পারফরম্যান্স করেছে হেড। আর এই মূহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে ও।’

‘আইপিএলে ওঠানামা গেছে, কিন্তু ছন্দে থাকলেই ও দলকে জিতিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেটা হবে। হয়তো ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স নাও করতে পারে, তবে আমার মনে হয় ও সর্বোচ্চ রানের মালিক হিসেবে প্রতিযোগিতা শেষ করবে। উইকেটে টিকে থাকলেই ও দলকে জেতাতে পারবে।’

এদিকে বিশ্বকাপের সেরা বোলার হিসেবে ভারতের জাসপ্রিত বুমরাহকে নিয়ে বাজি পন্টিংয়ের। তিনি বলেন, ‘আমার মতে এই প্রতিযোগিতায় সব চেয়ে বেশি উইকেট পাবে জাসপ্রিত বুমরাহ। অসাধারণ পারফর্ম করে আসছে ভারতের হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে। আর আইপিএলেও দুরন্ত ছন্দে ছিল।’

পন্টিং যোগ করেন, ‘নতুন বলের ক্ষেত্রে বুমরাহ অনেক কিছু পারে, সুইং করানোর বৈচিত্র্য রয়েছে ওর মধ্যে। আইপিএলে ৭ রানেরও কম ইকোনমি ছিল। ও স্লগ ওভারে বোলিং করে, উইকেট নেয়। আর ডেথ ওভারে বোলিং করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমার মতে বুমরাহ সর্বোচ্চ উইকেট পাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।’