Home খেলা রাদারফোর্ড ঝড়ে লড়াকু সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের

রাদারফোর্ড ঝড়ে লড়াকু সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের

SHARE

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। সেখান থেকে শেরফান রাদারফোর্ডের ঝড়ে চ্যালেঞ্জিং পুঁজিই দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) টসে হেরে আগে ব্যাট করতে নেমে রাদারফোর্ডের ৩৯ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

অথচ ব্রায়ান লারা স্টেডিয়ামে নিউজিল্যান্ড বোলারদের সামনে ধুঁকছিল ক্যারিবীয় ব্যাটাররা। জনসন চার্লসকে রানের খাতা খোলার আগেই বিদায় করে দেন ট্রেন্ট বোল্ট। নিকোলাস পুরান পাল্টা আক্রমণ করলেও ১৭ রানের বেশি করতে পারেননি। ০ রানে সাজঘরে ফেরেন রস্টন চেজও। এরপর ব্র্যান্ডন কিং ৯ এবং রভম্যান পাওয়েল ১ রানে ফিরলে ভীষণ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ আরও বাড়ে আকিল হোসেইন ১৫ রান করে বিদায় নিলে।

এরপর কিউই বোলারদের সামনে একাই লড়েন রাদারফোর্ড। তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে এনে দেন লড়াকু একটা পুঁজি। শেষদিকে, আন্দ্রে রাসেল ১৪ এবং ১৩ রান করেন রোমারিও শেফার্ড।

নিউজিল্যান্ডের হয়ে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন বোল্ট। দুটি করে উইকেট যাত টিম সাউদি এবং লকি ফার্গুসনের পকেটে