Home জাতীয় এবার ইমরানের সুরে গাইলেন বাবু

এবার ইমরানের সুরে গাইলেন বাবু

SHARE

অভিনয়ের পাশাপাশি গেয়েও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ফজলুর রহমান বাবু। অন্যদিকে ইমরান মাহমুদুল পেশাদার কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রথমবার ইমরানের সুরে গাইলেন বাবু। গীতালি হাসানের ‘আজিরন’ চলচ্চিত্রের জন্য গানটি লিখেছেন রাশেদ রেহমান।

ইমরান বলেন, ‘প্রথমবারের মতো ফজলুর রহমান বাবু ভাইয়ের জন্য গান করলাম। বাউল ঘরানার গানটি দারুণ গেয়েছেন তিনি। তাঁর দরাজ কণ্ঠের ভক্ত আমি। তাঁর সঙ্গে গানটি করতে পেরে ভালো লাগছে।
এই সিনেমার সব কটি গানই আমি করব।’

সম্প্রতি মৌ-টিভির প্রযোজনায় প্রকাশ হয়েছে বাবুর কণ্ঠে ‘লক্ষীসোনা’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন সজিব অধিকারী, সুর করেছেন প্লাবন কোরেশী ও সঙ্গীত পরিচালনায় মিজানুর রহমান বাদশা। গানটিতে বাবুর সাথে কোরাসপার্টে গেয়েছেন কণ্ঠশিল্পী এসএম সোহেল ও ইতি।