Home আইন আদালত ছাত্র আন্দোলনে হামলা, কুবির ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

SHARE

জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং অফিসার্স অ্যাসোসিয়েশনে সভাপতি মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, আটকের পর মোহাম্মদ জাকির হোসেনকে প্রথমে প্রক্টর অফিসে নিয়ে সেখানে প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সাথে আলোচনা করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া মো. সাখাওয়াত হোসেন কুমিল্লার সদর দক্ষিণ থানায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীরদের হামলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, সাবেক প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী সহ ৩৬ জন এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলার এজাহারে ১১ নম্বর আসামি মোহাম্মদ জাকির হোসেনের নাম উল্লেখ রয়েছে।

এ বিষয়ে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, ‘মোহাম্মদ জাকির হোসেন এজাহারভুক্ত আসামি।
তার নামে মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘বৈষম্যবিরোধীরা তাকে বলেছেন, যেন তিনি আইনের কাছে সোপর্দ হন। একটা পর্যায়ে প্রক্টরিয়াল বডিসহ সবাই মিলে প্রশাসনের সকলের সঙ্গে কথা বলে ওনাকে পুলিশের কাছে সোপর্দ হওয়ার অনুরোধ করি। অনুরোধের পরে সজ্ঞানে স্বেচ্ছায় পুলিশের কাছে সোপর্দ হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন বলেন, ‘নির্দেশ অনুযায়ী আমরা তাকে গ্রেপ্তার করেছি। মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’