স্লোভাকিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলে বৃহস্পতিবার একজন শিক্ষার্থীর ছুরি হামলায় দুজন নিহত ও এজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী হামলাকারী ওই শিক্ষার্থীকে অপরাধ সংঘটনের কিছুক্ষণের মধ্যেই আটক করা হয়। এ ছাড়া স্লোভাকিয়ার জরুরি সেবা বিভাগের ডাংকা কাপাকোভা বলেন, ‘আমরা দুজন নিহত ও একজন মাঝারি আঘাতপ্রাপ্তের খবর নিশ্চিত করছি।
আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এই হামলা পোল্যান্ডের সীমান্তবর্তী শহর স্পিস্কা স্টারা ভেসে ঘটেছে, যা রাজধানী ব্রাটিস্লাভা থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। জরুরি সেবা বিভাগের মতে, এদিন স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ স্পিস্কা স্টারা ভেসের স্কুলটিতে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারী একজন নারী শিক্ষক ও দুই সহপাঠীর ওপর আক্রমণ চালায়।
স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এসএমই জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে একজন উপপ্রধান শিক্ষক ও একজন শিক্ষার্থী।
স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুটাজ এসটক এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং হামলাস্থলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এ ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, ‘ছুরি বা অন্য কোনো অস্ত্র দিয়ে পৃথিবীর কোনো সমস্যার সমাধান করা যায় না।’
এর আগে ২০২০ সালে স্লোভাকিয়ার একটি স্কুলে এক প্রাক্তন শিক্ষার্থী ছুরি হামলা চালিয়ে একজন শিক্ষককে হত্যা ও কয়েকজনকে আহত করেছিল।
পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।
সূত্র : এএফপি