মাঠের বাইরে প্রভাব ম্যাচে ফেলতে দেয়নি দুর্বার রাজশাহী। পারিশ্রমিক নিয়ে ঝামেলা হলেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন এনামুল হক বিজয়-তাসকিন আহমেদরা। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়ে বিপিএলে জয়েও ফিরেছে রাজশাহী।
চট্টগ্রামে প্রতিপক্ষের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়েছে সিলেট।
দুই পাতা এক কুড়ির দেশের দলটির শুরুটাই হয় ধাক্কায়। বড় লক্ষ্যে তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেওয়ার বিপরীতে ড্রেসিংরুমের পথ মাপেন দুই ওপেনার রনি তালুকদার ও পল স্টার্লিং। দলীয় ১৩ রানে দুজনই বিদায় নেন।
দুই ওপেনারের বিদায়ের পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল সিলেট।
তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে সেই নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন জর্জ মুন্সি ও জাকির হাসান। দুজনের জুটি ভাঙতে না পেরে তখন অনেকটা হতাশর বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছিল রাজশাহীর বোলারদের মধ্যে। তবে রাজশাহীর দুই নতুন ক্রিকেটার কাজটা সহজ করে দেন।
দলীয় ৭১ রানের সময় জাকিরকে আউট করে রাজশাহীকে মোমেন্টাম এনে দেন মার্ক দেয়াল।
দলীয় সর্বোচ্চ ৩৯ রান করা জাকির আউট হওয়ার ৪ রানের মাথায় ফিরে যান মুন্সিও। তাকে ২০ রানে আউট করেন দেয়ালের মতোই আজ প্রথম ম্যাচ খেলতে নামা আফগানিস্তানের পেসার আফতাব আহমেদ।
এরপর আর রাজশাহীকে পেছন ফিরে তাকে হয়নি। নিয়মিত বিরতিতে সিলেটের উইকেট তুলে নিয়ে জয়ের কাজটা সেরেছে তারা। শেষ দিকে ৩১ রান করে শুধু পরাজয়ের ব্যবধানটা কমিয়েছেন জাকের আলী অনিক।
রাজশাহীর ৬৫ রানের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। ৭ ম্যাচে তৃতীয় জয় রাজশাহীর।