Home আন্তর্জাতিক সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

SHARE

যুক্তরাষ্ট্র সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর দেশজুড়ে সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান এবং ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে।
যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।

২০২৩ সালের এপ্রিল থেকে আফ্রিকার এই দেশটিতে গৃহযুদ্ধ চলমান রয়েছে। মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির ডি ফ্যাক্টো শাসক আবদেল ফাত্তাহ আল-বুরহানের অধীনে থাকা সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে।

দীর্ঘদিন ধরে চলা এই গৃহযুদ্ধে দুপক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন সুদানের সেনাবাহিনীর প্রধান।
এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। এই সংঘাত দেশকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

বিবিসি বলছে, একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ‘সুদানকে অস্থিতিশীল করার এবং একটি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যকে দুর্বল করার’ জন্য জেনারেল বুরহানকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক দিনগুলোতে দেশটির মধ্যাঞ্চলীয় শহর ওয়াদ মাদানিতে বেসামরিক লোকদের হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। তবে মার্কিন এই বিবৃতিতে ওই হত্যাকাণ্ডের উল্লেখ করা হয়নি।

সূত্র : বিবিসি