কোন কোন খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার হওয়া উচিত সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অন্যদিকে যুক্তরাষ্ট্র সবার জন্য নিরাপত্তা ও ন্যায্যতার নীতি নিশ্চিত করতে বিচারব্যবস্থা শক্তিশালীকরণ ও মানবাধিকারকে সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। ইইউ ও যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুকে আলাদা বার্তায় এ কথা জানিয়েছে।
গতকাল শুক্রবার ঢাকায় ইইউ মিশন তাদের ফেসবুক পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের সাক্ষাতের ছবি পোস্ট করেছে।
ইইউ মিশন বলেছে, প্রধান উপদেষ্টা সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার পর এ সপ্তাহে ইইউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে দলটির রাজনৈতিক প্ল্যাটফরম সম্পর্কে জানতে সাক্ষাৎ করে। গত ১৫ জানুয়ারি প্রথম চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো জমা দেওয়ার পর সংস্কারের জন্য অগ্রাধিকারের বিষয়গুলো চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখার অপেক্ষায় আছে ইইউ।
ঢাকায় ইইউ মিশন আরো জানায়, মানবাধিবার, আইনের শাসন ও গণতন্ত্রের বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারকে সহযোগিতা করতে ইইউ প্রস্তুত।
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি অ্যান জ্যাকবসন গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এটিই প্রথম বৈঠক। ওই বৈঠকের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ‘সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করার জন্য মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচারব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র নিবেদিত রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম বৈঠকের অংশ হিসেবে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে শ্রম অধিকার, বিচার বিভাগের সংস্কার এবং সন্ত্রাসবাদ দমন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।’