Home জাতীয় খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠক করল মেডিক্যাল বোর্ড

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠক করল মেডিক্যাল বোর্ড

SHARE

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় শুক্রবার মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক হয় বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
লন্ডন যাওয়ার পরই হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ডা. মামুন জানান, মেডিক্যাল বোর্ডের বৈঠকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক ছাড়াও জন হপকিন্স ও বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।

চিকিৎসকরা জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকরা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।