Home খেলা ‘লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক’

‘লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক’

SHARE

ঘরের মাঠে এমন দুয়োধ্বনি! লিটন দাস নিজেও কখনো কল্পনা করেছিলেন? ব্যাট হাতে অফ ফর্মে থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। যদিও দল ঘোষণার দিন রাতে বিপিএলে খেলতে নেমে দারুণ এক সেঞ্চুরি হাঁকান লিটন। তবু যেন সমর্থকদের মন জয় করতে পারেননি তিনি। তা না হলে কী এমন ঘটনার শিকার হতে হয়ে তাঁকে।

গত বৃহস্পতিবার বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। খেলা চলাকালে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া ভুয় ‘ দুয়োধ্বনি দিচ্ছিলেন।
অথচ লিটন নির্বাক তাকিয়ে ছিলেন সেদিকে। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতিতে এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রতিক্রিয়া অনেকের মন ভেঙে দিয়েছে।

এমন খারাপ সময়ে লিটনের পাশে দাঁড়িয়েছে বিপিএলে তাঁর দল দল ক্যাপিটাল। নিজেদের ফেসবুক পোস্টে ঢাকা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড-গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।
আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা, এবং দেশের হয়ে টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪২.১৬ গড় এবং ১৫৫.২১ স্ট্রাইক রেটে ২৫৩ রান করেছেন লিটন।