Home আন্তর্জাতিক শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তারের পরিকল্পনা ট্রাম্পের

শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তারের পরিকল্পনা ট্রাম্পের

SHARE

যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরদিনই দেশটির অবৈধ অভিবাসীদের ওপর খড়্গহস্ত হতে যাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সীমান্তবিষয়ক একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ দেশজুড়ে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু করবে। সোমবার দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে যাওয়া ট্রাম্পের অন্যতম প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে এটা।

ট্রাম্প অবশ্য নির্বাচনী প্রচারণার সময় থেকেই অভিবাসীদের বিরুদ্ধে সরব ছিলেন। নির্বাচনী প্রচারণায় লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি ছিল যুক্তরাষ্ট্রের ‘অবৈধ অভিবাসী সমস্যা’ সমাধান। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘অবৈধ অভিবাসী বিদায় অপারেশন’ পরিচালনা করবেন।

ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় ট্রাম্পের নিযুক্ত ‘সীমান্ত সম্রাট’ (বর্ডার জার) টম হোম্যান গত শুক্রবার ফক্স নিউজকে জানান, ট্রাম্পের নতুন প্রশাসন আগামী মঙ্গলবার থেকেই শিকাগোতে ‘অভিবাসন অভিযান’ পরিচালনার পরিকল্পনা করেছে।

ট্রাম্পের আগের প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা হোম্যান বলেন, ‘সারা দেশে বড় ধরনের অভিযান হতে যাচ্ছে। শিকাগো দেশের অনেক স্থানের মধ্যে একটি।’

ট্রাম্পের প্রথম মেয়াদে অবৈধ অভিবাসীদের সীমান্ত পারাপার ঠেকাতে শিশুদের তাদের অভিভাবকদের কাছ থেকে আলাদা করার নীতি তদারকের দায়িত্বে থাকা হোম্যান আরো বলেন, ‘অবশেষে মঙ্গলবার আইসিই খোলস ছেড়ে বেরিয়ে তাদের কাজটা শুরু করতে পারবে।
আমি আইসিইর হাতকড়া খুলে ফেলব আর বিদেশি অপরাধীদের গ্রেপ্তারের সুযোগ করে দেব।’

তিনি আরো বলেন, ‘আমরা আইসিইকে বলে দিয়েছি, আপনারা কোনো কৈফিয়ত ছাড়াই অভিবাসন আইন প্রয়োগ করতে যাচ্ছেন। আপনারা প্রথমবারের মতো বাজে পরিস্থিতির বা জননিরাপত্তার হুমকির মুখোমুখি হতে যাচ্ছেন। কিন্তু কেউই আসলে আইনের ঊর্ধ্বে নয়। যদি তারা অবৈধভাবে দেশে থাকে, তাহলে তাদের সমস্যা রয়েছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর দিন আগামী মঙ্গলবার থেকে অভিবাসীদের বিরুদ্ধে শিকাগোতে বড় ধরনের অভিযান শুরু হতে যাচ্ছে। এই অভিযান সপ্তাহব্যাপী চলবে। এতে ১০০ থেকে ২০০ আইসিই কর্মকর্তা অংশ নেবেন।