Home খেলা ভিনিসিয়ুসের পর বর্ণবাদের শিকার বার্সা ডিফেন্ডার

ভিনিসিয়ুসের পর বর্ণবাদের শিকার বার্সা ডিফেন্ডার

SHARE

লা লিগায় গতরাতে গেতাফের মাঠে পয়েন্ট খুইয়েছে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটে জুলস কুন্দের গোলে বার্সা এগিয়ে গেলেও ৩৪ মিনিটে স্বাগতিক গেতাফেকে সমতায় ফেরান মাওরো আরামবারি। ১–১ সমতায় শেষ হয় ম্যাচটি।

ড্র করে পয়েন্ট খুইয়ে হতাশার রাতে যোগ হয়েছে বর্ণবাদ বিতর্কও।
গে বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণ করেছে তাফে সমর্থকরা। এর জেরে দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলাও বন্ধ রাখেন রেফারি। ম্যাচ শেষে বালদে জানান, গেতাফের গ্যালারি থেকে তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, ‘এখানকার সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছে।
আমি এটা বলতে চাই, এটা এমন কিছু নয় যা এখনও ঘটছে। প্রথমার্ধে এই ঘটনা ঘটেছিল, এবং প্রথমার্ধের শেষে আমি রেফারিকে জানাই এবং প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বার্সেলোনার বোচ হ্যানসি ফ্লিকও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই অপ্রীতিকর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘এটির (বর্ণবাদের) কোনো স্থান নেই।
এটা অবিশ্বাস্য যে আজও এমন ঘটনা ঘটছে। এই মানুষগুলোকে মাঠে আসতে দেওয়া উচিত নয়, আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটি অগ্রহণযোগ্য।’

গত রাতে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের আরো একটি ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিভাগের দল এলচে জানায়, স্পোর্তিং গিজনের মাঠে তাদের একজন খেলোয়াড় বর্ণবাদী আক্রমণের স্বীকার হয়েছেন।
এ ঘটনায় স্থানীয় পুলিশ এক ব্যক্তিকে চিহ্নিতও করেছে।

লা লিগায় গত কয়েক বছরে বর্ণবাদের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ক্রমাগতভাবে আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনায় শাস্তিও হয়েছে। এবার বার্সা ডিফেন্ডারও একই বর্ণবাদের সাক্ষী হলো।

বর্ণবাদের শিকার হওয়ার ম্যাচে ড্র করে বার্সেলোনা এখন লিগ শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে। আজ রাতে লাস পালমাসের বিপক্ষে রিয়াল জিতলে ব্যাবধান দাঁড়াবে সাতে।