Home খেলা রংপুর রাইডার্সকে সুখী পরিবার বললেন সোহান

রংপুর রাইডার্সকে সুখী পরিবার বললেন সোহান

SHARE

নুরুল হাসান সোহান ভুল বলেননি। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের যে পারফরম্যান্স তাতে সুখী পরিবারই তারা। অন্য দলগুলো যখন একের পর এক হারে বিপর্যস্ত তখন টুর্নামেন্টে এখন পর্যন্ত পরাজয়ের সঙ্গে পরিচিতই নয় রংপুর।

বিপিএলে ৮ ম্যাচ খেলে টানা ৮ জয় পেয়েছে রংপুর।
দলটির এমন পারফরম্যান্স তাই সুখেরই। সংবাদ সংস্থা বাসসকে অধিনায়ক সোহান বলেছেন, ‘আমি ভাগ্যবান যে আমাদের ফ্র্যাঞ্চাইজি খুবই চমৎকার। তারা আমাকে স্বাধীনতা দিয়েছে এবং সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেছে। প্রধান কোচ মিকি আর্থার এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলও অনেক সাহায্য করেছেন।
রংপুর দলে আমরা একটি সুখী পরিবার পেয়েছি।’

রংপুরকে নেতৃত্ব দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন সোহান। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘আমি ভাগ্যবান, এমন একটি দলকে আমি নেতৃত্ব দিচ্ছি, যারা দারুণ একটি দল হিসেবে গড়ে উঠেছে। দলে কতজন শীর্ষ খেলোয়াড় বা তারকা খেলোয়াড় আছে সেটি বড় নয়।
দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটাই সাফল্যের মূলমন্ত্র।’

সরাসরি না বললেও ইঙ্গিতে শিরোপা জয়ের কথাই বুঝিয়ে দিয়েছেন সোহান। গত দুই মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেও প্লে অফ থেকে বিদায় নিয়েছিল রংপুর। ইতিমধ্যে ১৬ পয়েন্ট নিয়ে এবারো প্লে অফ নিশ্চিত করেছে রংপুর।
তবে এবার দলকে দ্বিতীয় শিরোপা এনে দিতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা। ২০১৭ বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রংপুর।

সর্বশেষ দুইবারের পুনরাবৃত্তি এবার হতে দিতে চান না সোহান। রংপুরের অধিনায়ক বলেছেন, ‘গত দুই বছরে আমাদের শক্তিশালী দল ছিল এবং তার পরও আমরা ট্রফি জিততে পারিনি। নক আউট পর্ব থেকে বিদায়ের আগে আমরা গ্রুপ পর্বে ভালো খেলেছিলাম। আমাদের ড্রেসিংরুমে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। তাদের বলেছি, আমাদের মূল লক্ষ্য নক আউট পর্বে ভালো খেলা। তাই আমাদের এই ধারাবাহিকতা পুরো টুর্নামেন্টজুড়ে ধরে রাখতে হবে। গত দুই বছরে যা ঘটেছে এ বছর তা হবে না। এ বছরে আমরা শেষ পর্যন্ত সব বিদেশি খেলোয়াড়দের পাব। এই মৌসুমে আমরা আরো ভালো কিছুর আশা করতে পারি।’