Home খেলা তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে যা বললেন মালান

তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে যা বললেন মালান

SHARE

ব্যাট-বলের পারফরম্যান্সের চেয়ে ভিন্ন কারণেই সংবাদ শিরোনাম হচ্ছেন তামিম ইকবাল। বিপিএলে একের পর এক বিতর্কিত ঘটনায় জড়ানোর কারণে বাঁহাতি ব্যাটারকে নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে ব্যাপক। বিষয়গুলো স্পষ্ট করতে কখনো নিজেকেই মুখ খুলতে হচ্ছে তাকে।

সর্বশেষ এক ঘটনা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তামিম।
এবার একই ঘটনা নিয়ে অন্যজনও ব্যাখ্যা দিয়েছেন। সেই অন্যজন হচ্ছেন তামিমেরই বিপিএল সতীর্থ ডেভিড মালান। গতকাল চট্টগ্রামে চিটাগাং কিংসের বিপক্ষে দুজনের ভুল-বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন তামিম। এতে হতাশ হয়ে মাঠ ছাড়ার সময় কিছু একটা বলতে দেখা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ককে।
একই সময়েই আবার মালান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু একটা বলছিলেন। তা ফরচুন বরিশালের অধিনায়ককে উদ্দেশ করে বলেননি ইংল্যান্ডের সাবেক বাঁহাতি ব্যাটার।

এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা হওয়ায় তাই হতাশ তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মালানের সঙ্গে তার কোনো ঝামেলাই হয়নি।
এবার একই সুরে কথা বলেছেন মালানও। তিনি চট্টগ্রামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম স্যরি। তামিম পরে চলে গেল।
আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এ রকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।’

ভুল-বোঝাবুঝিতে তামিম আউট হওয়ায় হতাশ ছিলেন মালানও। সেই সময় প্রতিপক্ষের এক ক্রিকেটার কিছু বললে তার জবাব দিচ্ছিলেন জানিয়ে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করল। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।’’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, “অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না? এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে! রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘স্যরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’’

মালানের এই ঘটনার আগে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তামিম। পরে জাতীয় দলের সাবেক সতীর্থ সাব্বির রহমানকেও বাজে কথা শুনিয়ে দেন সাবেক ওপেনার। সেদিন আক্রমণাত্মক ও আপত্তিকর ভাষায় তামিম বলেছেন, ‘আমার সঙ্গে লাগতে আইসো না। বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না!’