পৃথিবীর অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে সম্পদ ‘চুরি’ করছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা তাকে শুল্ক বিষয়ক প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে সম্পদ নিয়ে যাচ্ছে।
ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের একটি সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যৎ রয়েছে। তারা আমাদের দেশে আসে এবং এসে আমাদের সম্পদ চুরি করছে।
এদিকে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সম্পর্ক। তিনি বলেন, ‘আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনী আমাদের সহায়তায় করেছে।’
ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, পিট হেগসেথের নেতৃত্বে দেশ আবার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী’ পাবে যুক্তরাষ্ট্র।
হেগসেথ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হবো না, অপমানিত হবো না। আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো।
’
ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন, তার প্রশাসন সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে, তবে ব্যবহার করার প্রয়োজন পড়বে না আমাদের।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই নির্বাহী আদেশের ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে প্রথম ভাষণে তিনি বলেন, শীঘ্রই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।এর কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন।
সূত্র : বিবিসি