আসন্ন অমর একুশে বইমেলা-২০২৫ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তামূলকব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার পাশাপাশি এবার ড্রোন দিয়ে মনিটর করা হবে। সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই রাখা হবে।
বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত ডিএমপির সমন্বয়সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি জানান, সিসি ক্যামেরার মাধ্যমে বইমেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার। থাকবে প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা।
তিনি আরো জানান, অনুষ্ঠানস্থল সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে (ঢোকার নির্দিষ্ট পথ) দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিবারের মতো মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্পডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। আলো থাকলে মানুষ নিরাপদ বোধ মনে করে, এ জন্য সার্বক্ষণিক বিদ্যুতের আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে ডিএমপির উপকমিশনার (অপারেশনস) এ এফ এম তারিক হোসেন খান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বইমেলার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।