বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় দেশের কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যেকোনো সমস্যা বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করবে।
বুধবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া দুই দেশের গণমাধ্যম কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোনো অপপ্রচার বা গুজব ছড়ানো যাবে না।
দুই দেশের স্থানীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ যেকোনো চোরচালান থেকে বিরত থাকতে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম।
বৈঠকে আংশ নেন ৫৯ বিজিবি অধিনায়ক ও স্টাফ অফিসারগণ এবং সংশ্লিষ্ট ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক সুরজ সিং ও স্টাফ অফিসারগণ।
গত শনিবার (১৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কিরনগঞ্জ সীমান্তে উভয় দেশের নাগরিকদের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বিএসএফর সাউন্ড গ্রেনেড ও ককটেল নিক্ষেপ কয়েকজন বাংলাদেশি আহত হন।
এই ঘটনার পর ওইদিন বিকেলে বিকালে ওই সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
সেই ধারাবাহিকতায় আজ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।