বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও খরচ কমানোর পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচিগুলোর মধ্যে অগ্রাধিকার ঠিক করে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ স্মারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান কর্মীদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পরেই সংস্থাটি ব্যয় হ্রাস করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে স্বাস্থ্য কর্মসূচিগুলো এগিয়ে নেওয়া হবে।
গত সোমবার ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার প্রথম দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ মহামারি এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় নানা ভুল পদক্ষেপ নিয়েছে।
২৩ জানুয়ারির স্মারকে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ‘এই ঘোষণা আমাদের আর্থিক পরিস্থিতিকে আরো তীব্র করে তুলেছে।’ এতে বলা হয়েছে, খরচ কমানোর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কাজ বাদে ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করা এবং নিয়োগ বন্ধ করার পরিকল্পনা করেছে ডব্লিউএইচও।
রয়টার্স কর্তৃক প্রথম প্রকাশিত স্মারকলিপিটি সত্য বলে নিশ্চিত করেছেন ডব্লিউএইচওর একজন মুখপাত্র, তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ২০২৬ সালে জানুয়ারিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী দেশ। তাদের সামগ্রিক তহবিলের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে দেশটি।
ডব্লিউএইচও-এর সাম্প্রতিক দুই বছরের বাজেট, ২০২৪-২০২৫ সালের জন্য ছিল ৬.৮ বিলিয়ন ডলার।
স্মারকলিপিতে বলা হয়েছে, ডব্লিউএইচও ইতিমধ্যেই সংস্থাটির সংস্কার এবং তহবিল প্রদানের পদ্ধতি পরিবর্তনের জন্য কাজ শুরু করেছে। সদস্য রাষ্ট্রগুলো ওপর বাধ্যতামূলক ফি বৃদ্ধি করেছে। তবে তারা জানিয়েছে, আরো তহবিলের প্রয়োজন পড়বে এবং একই সঙ্গে খরচ কমাতে হবে।
এর মধ্যে থাকবে ব্যতিক্রমী অনুমোদন ছাড়াই সকল বৈঠক ভার্চুয়ালভাবে করা, আইটি সরঞ্জাম প্রতিস্থাপন সীমিত করা এবং নিরাপত্তা বা ইতিমধ্যে অনুমোদিত খরচ কমানোর সঙ্গে যুক্ত না হলে অফিস সংস্কার স্থগিত করা।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, প্রয়োজনে এ সংক্রান্ত আরো ঘোষণা আসতে পারে। তবে জেনেভা-ভিত্তিক ডব্লিউএইচও কর্মীদের সমর্থন এবং সুরক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।
সূত্র : রয়টার্স