Home বিনোদন বিতর্ক থেকে অস্কারের মঞ্চে দাপট, ইতিহাস গড়ল এমিলিয়া পেরেজ

বিতর্ক থেকে অস্কারের মঞ্চে দাপট, ইতিহাস গড়ল এমিলিয়া পেরেজ

SHARE

গোল্ডেন গ্লোবে চমক দিয়েছিল এমিলিয়া পেরেজ। তখন থেকেই সবার ধারণা, অস্কারেও সিনেমাটি ভালো করবে। সে ধারণা বাস্তব প্রমাণিত হলো। অস্কারের চূড়ান্ত তালিকায় বিভিন্ন বিভাগ মিলিয়ে এমিলিয়া পেরেজ ১৩টি মনোনয়ন পেয়েছে।
এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী। ইতিহাস গড়েই অস্কার মনোনয়নে আধিপত্য দেখাল সিনেমাটি। বিদেশি ভাষার সিনেমা হিসেবে এটিই সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড অস্কারের মঞ্চে।

মুক্তির পর বেশকিছু বিতর্ক ছিল এমিলিয়া পেরেজ নিয়ে।
ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গাসকনকে নিয়েও সমালোচনার কমতি ছিল না। কিন্তু চারটি গোল্ডেন গ্লোব জয় করার মধ্য দিয়ে সে সমালোচনা থিতিয়ে যায়। কান উৎসবেও পুরস্কার জয় করে সিনেমাটির চার অভিনেত্রী। তার পরও সেলেনা গোমেজের চরিত্রের স্প্যানিশ সংলাপের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল।
এত কিছুর পরও ‘রোমা’, ‘ক্রাউচিং টাইগার’ ও ‘হিডেন ড্রাগন’কে ছাড়িয়ে গেছে এটি। ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমা হিসেবে অস্কার মনোনয়নে এটিই রেকর্ড। সেই সঙ্গে ট্রান্সজেন্ডার কোনো অভিনয়শিল্পী প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর মনোনয়ন পেল অস্কারের মঞ্চে।

মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট এমিলিয়া পেরেজ। তাঁর জীবনজুড়ে আছে অসংখ্য অপরাধ, ক্ষমতার লড়াই এবং প্রতিশোধের গল্প।
হঠাৎ একদিন এমিলিয়া নিজের পুরুষ পরিচয় থেকে নারীতে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটি নিয়ে শুরুতে ততটা আলোচনা না হলেও, গত বছর কান উৎসবে ছবিটির প্রিমিয়ারের পর প্রশংসিত হয়েছিল। এ সিনেমার অন্যতম চার নারীর ভূমিকায় অভিনয়ের সুবাদে আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা– এই চারজন কানের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়। কিন্তু এই মিউজিক্যাল কমেডি যে এতটা সমাদৃত হবে, কে ভেবেছিল! গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ১০টি মনোনয়ন পায় সিনেমাটি। মনোনয়নের মতোই গোল্ডেন গ্লোবের মূল আসরে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’।

হলিউডের একাধিক চলচ্চিত্র সমালোচকরা সিনেমাটিকে শুধু একটি অপরাধ জগতের গল্প নয়, এটি একজন মানুষের পুনর্জন্ম এবং নিজেকে খুঁজে পাওয়ার গল্প হিসেবেও বলেছেন। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কার্লা সোফিয়া গাসকোন। চলতি গোল্ডেন গ্লোবের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে মনোনীত হয়ে ইতিহাস গড়েছেন।

সিনেমাটি নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে মেক্সিকোতে। দেশটির নানা নেতিবাচক বিষয় তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক রোষের মুখে পড়েন নির্মাতা। দেশটির অনেক চিত্রসমালোচকও মনে করেন, সিনেমাটিতে মেক্সিকোর বিষয়গুলো খুব হালকাভাবে উঠে এসেছে। এ ছাড়া মেক্সিকোর পরিপ্রেক্ষিতে সিনেমা হলেও প্রায় সব অভিনেত্রীই অন্য দেশের, এটা নিয়েও সমালোচনা হয়েছে।

এবারের অস্কারে ১০টি করে মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকড’। দুটি সিনেমাই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে এমিলিয়া পেরেজের সঙ্গে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।