বৈঠক চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ভারতের ১০ জন সংসদ সদস্যকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
ভারতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গতকাল শুক্রবার যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) শাসক এবং বিরোধী সংসদ সদস্যদের মধ্যে প্রবল বিতণ্ডা হয়।
বিরোধীরা বৈঠকের শুরুতে আপত্তি তোলেন যে খসড়া বিল খুঁটিয়ে দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির এমপি নিশিকান্ত দুবে।
বিতণ্ডা তীব্র আকার নিলে অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদের প্রধান আসাউদ্দিন ওয়াইসিসহ ১০ বিরোধী এমপিকে সাসপেন্ড করা হয়।
বহিষ্কৃত সংসদ সদস্যরা হলেন- কল্যাণ ব্যানার্জি (তৃণমূল কংগ্রেস), মোহাম্মদ জাভেদ (কংগ্রেস), এ রাজা (ডিএমকে), আসাদুদ্দিন ওয়াইসি (এআইএমআইএম), নাসির হোসেন (কংগ্রেস), মোহিবুল্লাহ (সমাজবাদী পার্টি), এম আবদুল্লাহ (ডিএমকে), অরবিন্দ সাবন্ত (শিবসেনা, উদ্ধব ঠাকরে গোষ্ঠী), নাদিমুল হক (তৃণমূল) ও ইমরান মাসুদ (কংগ্রেস)।
আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতবি রাখা হয়েছে বলে সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে। গত মঙ্গলবারও জেপিসির বৈঠক ভেস্তে গিয়েছিল।
ওয়াকফ (সংশোধনী) বিলটি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় পেশ করার পর ৮ আগস্ট তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
সূত্র : আনন্দবাজার