Home খেলা গোল চাই না, শিরোপা চাই: এমবাপে

গোল চাই না, শিরোপা চাই: এমবাপে

SHARE

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রথম হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। শনিবার রাতে রিয়াল ভায়াদোয়িদের জালে তিনবার বল জড়িয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৩-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিয়েছে রিয়াল।

লা লিগায় এখনও পর্যন্ত এমবাপে ১৫ গোল করেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২২ গোল। শেষ ৫ ম্যাচে করেছেন ৮ গোল। সুতরাং, বলাই যায় এখনও পর্যন্ত রিয়ালের জার্সিতে সেরা ফর্মে রয়েছেন তিনি।

দুর্দান্ত হ্যাটট্রিক করে অবশ্য পা মাটিতে রাখছেন রিয়ালের ফরাসী এই তারকা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘গোলের প্রয়োজন নেই আমার। আমি শুধু চাই জয় এবং শিরোপা।’

লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি পিএসজি থেকে এসে রিয়ালে নাম লেখানো এই ফুটবলারের সামনে। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে শিরোপা জেতা অনেক ভালো।

রিয়াল ভায়াদোয়িদের সঙ্গে ম্যাচের ৩০তম মিনিটে গোলের সূচনা করেন এমবাপে। জুদ বেলিংহ্যামের সঙ্গে ওয়ান-টু-ওয়ান টাচে বল নিয়ে এগিয়ে যান এবং দারুণ একটি গোল করেন। ৫৭তম মিনিটে করেন দ্বিতীয় গোল। এরপর ইনজুরি সময়ে এসে পেনাল্টি থেকে পূরণ করেন হ্যাটট্রিক।

ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘আমি খুবই খুশি যে, হ্যাটট্রিক করতে পেরেছি। তবে, এর চেয়ে আমি বেশি খুশি ম্যাচে জয় পেয়েছি বলে। আমাদের জন্য এই জয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের ফল আর বেশি চাপে ফেলে দিয়েছিলো আমাদের।’

কিছুদিন আগেই ভিনিসিয়ুস ও রদ্রিগো জানিয়েছিলন, তারা চান কিলিয়ান এমবাপে যেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হন। সে লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা তারা তাকে করতে চান। ভিনিসিয়ুস বলেছিলেন, ‘রদ্রিগো এবং আমি কিলিয়ান এমবাপের জন্য সব করবো, যেন মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তার হাতে ওঠে। কারণ, সে এখানে (রিয়াল মাদ্রিদে) এসেছে এ লক্ষ্যকে সামনে রেখেই।’