রিয়ালের জার্সিতে কিলিয়ান এমবাপ্পে যেন উড়ছেই। শেষ পাঁচ ম্যাচে করেছেন ৮ গোল। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে জোড়া গোলের পর চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষেও পেয়েছেন গোলের দেখা। আর গতরাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে করলেন হ্যাটট্রিক।
শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে লা লিগায় এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
এ জয়ে লা লিগায় শীর্ষস্থান আরো সুসংহত করল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে ৪ পয়েন্টে। সমান ২১টি করে ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৪৯, আর আতলেতিকোর ৪৫।
তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট এক ম্যাচ কম খেলে ৩৯।
লাল কার্ড নিষেধাজ্ঞায় ম্যাচে ছিলেন না রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ও বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার অভাব বুঝতে দেননি এমবাপ্পে। ভিনির অনুপস্থিতে সব আলো নিজের দিকে করে নিলেন এই ফরোয়ার্ড।
৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে কাউন্টারঅ্যাটাক থেকে লিড বাড়ায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে ব্যবধান ২-০ করেন এমবাপ্পেই। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।
নিজের হ্যাটট্রিক নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি হ্যাটট্রিক নিয়ে খুশি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিন পয়েন্ট। আজকের জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অ্যাটলেটিকোর ফলাফল আমাদের উপর চাপ সৃষ্টি করেছিল। আমরা ভাল শুরু করেছি, বিপক্ষের অর্ধে প্রেসিং করেছিলাম এবং প্রথম গোলটি পেয়ে গেলাম। বিরতির পর আমরা দ্বিতীয় গোলটি করি আর শেষ সময়ে হ্যাটট্রিক। অবশেষে আমরা জয় নিয়ে মাদ্রিদ ফিরে যাচ্ছি।’