নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘আরএফইডি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার হালনাগাদে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সিইসি বলেন, সংসদের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির ওপর নির্ভরশীল হতে চাই না। এ সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।
এএমএম নাসির উদ্দিন বলেন, অনেক কিছুই সুপারিশ করা যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।
ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েও সমালোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার।