Home অর্থ-বাণিজ্য প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন

প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন

SHARE

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন হয়েছে। সূচক কমলেও বেশিরভাগ কোম্পানি এগিয়ে আছে দাম বাড়ার তালিকায়।

সোমবার (২৭ জানুয়ারি) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ২ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪, কমেছে ১১৬ এবং অপরিবর্তিত আছে ৯৩ কোম্পানির শেয়ারের দাম। এদিকে সামান্য সূচক বেড়েছে চট্টগ্রাম পুঁজিবাজারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১ পয়েন্ট।

সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০, কমেছে ১৮ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা।