বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম আসরে এরই মধ্যে ২৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে গড়লেন তিনি। ছাড়িয়ে গেলেন ২৩ উইকেট নেওয়া সাকিব আল হাসানকে।
এতদিন এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার ছিল সাকিব আল হাসানের।
২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে ১৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। গতকাল রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে ২২ উইকেট শিকার করে ক্যারিবিয়ান বোলার কেভন কুপারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন তাসকিন। কুপার ২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলে এই পরিমাণ উইকেট নিয়েছিলেন। মিরপুরে গতকাল টেইলরকে আউট করে তাসকিন ছুঁয়ে ফেলেন সাকিবকে।
পরে রাকিবুল হাসানকে এলবিডব্লু করে ছাড়িয়ে যান তাকে।
প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু করা তাসকিনের চলমান বিপিএলে ১৯ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট নেওয়ার নজিরও আছে। মাঝে একটু উইকেট খরা থাকলে সবশেষ টানা চার ম্যাচে আবার উইকেট নিয়েছেন দুটি করে।