পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে খুশদিল শাহ সুযোগ পাওয়ায় অবাক হয়েছেন দলটির কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক পেসারের মতে, আহমরি পারফরম্যান্স না করেও বাঁহাতি ব্যাটার সুযোগ পেয়েছেন দলে।
আকরাম অবাক হলেও খুশদিলকে না পাওয়ার হাহাকার রংপুর রাইডার্সের। আজ এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৯ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নেওয়ার পর পাকিস্তানি ব্যাটারকে না পাওয়ার আক্ষেপ ঝড়েছে ব্যাটিং কোচ আশরাফুলের কণ্ঠে।
তিনি বলেছন, ‘আমার মনে হয়, খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় একটা সেটব্যাক হয়েছে। গায়ানা থেকে শুরু করে… আমাদের মাস্ট উইন ম্যাচের উইকেট খুব কঠিন ছিল। আমাদের জিএসএল জেতার পেছনে কারণ কিন্তু খুশদিলের আগ্রাসী ব্যাটিং। আমরা ১১৩ রান করেছিলাম, তার মধ্যে সে ফিফটি করেছিল ৩০ বলে।
’
ভুল বলেননি আশরাফুল। রংপুরের হয়ে এবার দুর্দান্ত ছন্দে ছিলেন খুশদিল। ১০ ম্যাচে ২৯৮ রান করেছেন। সঙ্গে বল হাতে ১৭ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলে সুযোগ পাওয়ায় চলে যান তিনি। কিন্তু তার জায়গাটা কেউ নিতে পারেননি।
স্বীকার করছেন আশরাফুলও। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘খুশদিল শাহ যাওয়ার পর ওই জায়গাটা আমাদের কোনো ক্রিকেটার নিতে পারেনি। লোকাল ক্রিকেটাররা শুরুতে যেমন খেলেছিল, শেষের পাঁচ ম্যাচে তারা সেভাবে ভালো খেলতে পারেনি।
আমরা আশা করেছিলাম শেখ মেহেদি বা সাইফ হাসান বা কেউ হয়তো এরকম একটা আগ্রাসী ইনিংস খেলবে। ওই জিনিসটাই আমরা পাইনি।’