সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় পার করছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। তার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই দেশভক্তির সিনেমা নিয়েই ফের হাজির হলেন খিলাড়ি। আর এতে সফলতাও এলো অবশেষে।
অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘স্কাই ফোর্স’ বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মাত্র ১০ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে স্কাই ফোর্স। মুক্তির দ্বিতীয় সোমবার সিনেমাটি আয় করেছে ১.৩৫ কোটি টাকা। সব মিলিয়ে এই সিনেমার মোট আয় এখন ১০১.৩৫ কোটি টাকা।
মুক্তির দিন ১২.২৫ কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে অক্ষয়ের সিনেমাটি। এরপর প্রথম শনি ও রবিবারে যথাক্রমে ২২ কোটি ও ২৮ কোটি আয় করে। এরপর সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আয় ছিল যথাক্রমে ৭ কোটি, ৫.৭৫ কোটি, ৬ কোটি ও ৫.৫ কোটি টাকা। আর প্রথম সপ্তাহের আয় ছিল ৮৬ কোটি টাকা।
দ্বিতীয় সপ্তাহে এসে শুক্র-শনি ও রবিবারে স্কাই ফোর্সের আয় হয়েছে ৩ কোটি, ৫ কোটি ও ৫.৫ কোটি টাকা।
‘স্কাই ফোর্স’ ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেম নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক। এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন বীর পাহাড়িয়া, সারা আলি খান ও নিমরত কৌর।
এদিকে মুক্তির পর থেকে বক্স অফিসে আয়ের চাকা সচল রেখেছে শহীদ কাপুরের ‘দেবা’।
শুক্রবার মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করে ৫.৫ কোটি টাকা। এরপর শুনিবার ও রবিবারে যথাক্রমে ৬.৪ কোটি ও ৭.২৫ কোটি আয় তোলে। সোমবারে শহীদের সিনেমার আয় প্রাথমিক পাওয়া রিপোর্ট অনুসারে ২.৫০ কোটি। যার ফলে চারদিনে মোট আয় দাঁড়িয়েছে ২১.৬৫ কোটি টাকা।
২০১৩ সালের ক্রাইম থ্রিলার মালায়ালাম সিনেমা ‘মুম্বাই পুলিশ’-এর একটি অভিযোজন ‘দেবা’। মালায়ালাম সিনেমায় হিরো ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। তবে দেবার গল্প কিছুটা ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। এতে শহীদ কাপুর এসিপি দেব আমব্রের চরিত্রে অভিনয় করেছেন। দেব এমন এক ব্যক্তি যিনি নিজের প্রিয় বন্ধুর হত্যার সমাধান করতে গিয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। এতে শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। এছাড়াও পাভেল গুলাটি এবং কুবরা সাইতও আছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।