জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত অনেক বেশি সময় লাগে, যা কমিয়ে আনা প্রয়োজন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা। প্রতিবেদনের ১৪ নম্বর পাতায় এটি উল্লেখ করা হয়েছে।
সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বা আইন প্রণয়ন করা যেতে পারে যাতে সহজেই সেটি পরিবর্তন করা না যায়। সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময়রেখা প্রতিষ্ঠা করা উচিত, বিশেষ করে বিসিএস, বর্তমান নিয়োগ প্রক্রিয়াটি অত্যধিক দীর্ঘ। বিধায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত প্রক্রিয়াটিকে সহজতর করা প্রয়োজন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিসিএস পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করতে হবে।
পরীক্ষার প্রক্রিয়াটি একটি ব্যাপক লিখিত পরীক্ষায় পরিবর্তন করা যেতে পারে। পিএসসির পরীক্ষার একটি বার্ষিক ক্যালেন্ডার কেমন হতে পারে, তা-ও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।