ইউক্রেনের হামলায় দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ড হয়েছে বলে কিয়েভ বুধবার জানিয়েছে। এর আগে স্থানীয় গভর্নর ওই স্থাপনায় আগুন লাগার খবর দেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় বিমান হামলা বাড়িয়েছে। কিয়েভের দাবি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলোর ওপর চালানো মস্কোর অবিরাম হামলার প্রতিক্রিয়া এটি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, হামলার লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে এবং সেখানে আগুন ধরে গেছে, ওই স্থাপনা রুশ দখলদার বাহিনীর জন্য পেট্রল ও ডিজেল সরবরাহে যুক্ত ছিল।
কিয়েভ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘রাশিয়ার সশস্ত্র আগ্রাসনকে সমর্থনকারী কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো অব্যাহত থাকবে।’
স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, ‘আমাদের সেনারা একটি ড্রোন হামলা প্রতিহত করেছে’, তবে এর ধ্বংসাবশেষ রাশিয়ার নোভোমিনস্কায়া গ্রামে একটি তেলের রিজার্ভারে পড়েছে।
তিনি আরো জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে’ এবং ঘটনাস্থলে ৫৫ জন ফায়ার সার্ভিসের কর্মী পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, কেউ আহত হয়নি। ডিপোতে ‘সামান্য পরিমাণ পেট্রোলিয়াম পণ্য অবশিষ্ট ছিল’।
এ ছাড়া ইউক্রেন জানিয়েছে, তারা দক্ষিণ জাপোরিঝিয়ায় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে একটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে।
সূত্র : এএফপি