Home খেলা আকস্মিক অবসরে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা স্টয়নিস

আকস্মিক অবসরে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা স্টয়নিস

SHARE

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আজ ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তার অবসরের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিজের অবসর নিয়ে স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ক্রিকেট খেলার যাত্রা চিল অসাধারণ, প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করা , এটি সবসময়ই আমার জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে তার অবসর নেওয়া বলের জানিয়েছেন স্টয়নিস। তিনি বলেন, ‘এটি আমার জন্য সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমি মনে করি এটি সঠিক সময়, যাতে আমি ওডিআই থেকে সরে দাঁড়িয়ে আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সাথে আমার সম্পর্ক চমৎকার এবং তার সমর্থনকে আমি অত্যন্ত মূল্যায়ন করি।’

স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত দশ বছর ধরে আমাদের ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।
তিনি শুধু ভালো খেলোয়াড়ই নন, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওডিআই ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।’

২০১৫ সালে তার অভিষেক হওয়ার পর থেকে স্টয়নিস ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেন। তাকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখা হয়েছিল।
তবে তার আকস্মিক অবসরের ঘোষণায় এখন দলে পরিবর্তন আনতে হবে।

স্টয়নিস সর্বশেষ গত নভেম্বরে পাকিস্তান সফরের দলে ছিলেন। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।