নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ; বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। আজ থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার থেকে ইনসাফের শুটিং শুরু হবে। ঢাকার ভেতরেই কোনো এক লোকেশনে জ্বলে উঠবে ক্যামেরা লাইট। বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দারের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘শিগগিরই শুটিং শুরু হচ্ছে।
ঢাকার ভেতরেই হবে। আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’
এদিকে সিনেমাটি নিয়ে এখনও মুখ খুলতে নারাজ ফারিণ। তবে গণমাধ্যমে কথা বলেছিলেন শরিফুল রাজ।
বলেছিলেন, ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে।
বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’
ইনসাফে মোশাররফ করিমও আছেন। তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা।