Home জাতীয় প্রথমবারের মতো মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন হচ্ছে রেলপথে

প্রথমবারের মতো মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন হচ্ছে রেলপথে

SHARE

ভারত ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। এর প্রথম চালান নিয়ে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,টি ডলফিন-১৯।

জাহাজটিতে পণ্য আমদানিকারক আনোয়ারুল হক জানান, জাহাজটি পাকিস্তানের করাচী বন্দর থেকে ৫ হাজার ৫০০ মেট্টিক টন চিটাগুড় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই জাহাজটি হতে এ চিটাগুড় খালাস শুরু হয়েছে।
খালাস হওয়া এ চিটাগুড় মোংলা থেকে রেলপথে করে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কম্পানিতে সরবরাহ করা হবে।

এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দর জেটিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকার, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামানসহ অন্যান্যরা।