চলতি বছর আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করবে স্পেসএক্সের মহাকাশযান। অ্যাক্সিওম ৪ নামক এই প্রাইভেট মিশনের পাইলট হিসেবে থাকবেন ভারতীয় বিমানবাহিনীর বিশিষ্ট কর্মকর্তা শুভাংশু শুক্লা।
সম্প্রতি এই মিশনের জন্য নাসা তার নাম ঘোষণা করেছে। এ ছাড়া বাকি তিনজন হলেন— মিশন কমান্ডার নাসার পেগি হুইস্টন, মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লাওস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
অ্যাক্সিওম মিশন ৪-এর পাইলট শুভাংশু শুক্লা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) শীর্ষ কর্মকর্তা।
এ ছাড়া মহাকাশ বিচরণে শুক্লা একজন পরিচিত মুখ। তিনি বিভিন্ন সময় নানা ধরনের বিমান চালনা করেছেন। সব মিলিয়ে তিনি ২০০০ ঘণ্টার বেশি সময় ‘ফ্লাই’ করেছেন।
২০১৯ সালে শুক্লার ক্যারিয়ারে বড় মোড় আসে। সেই সময় ইসরো তাকে মহাকাশ অভিযানে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের আমন্ত্রণ জানায়। এরপর তিনি রাশিয়ায় মস্কোর স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে বছরব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে অ্যাক্সিওম স্পেসে অংশগ্রহণের পথ সুগম হয় তার।
২০২৫ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে উড়ে যাওয়া মিশনে এই শুভাংশুকে পাইলট করার ঘোষণা করেছে নাসা। এই মিশনটি লঞ্চ করা হবে ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে।
ভারতের জন্য উইং কমান্ডার শুক্লার নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ১৯৮৪ সালের পর শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী, যিনি মহাকাশে পাড়ি জমাবেন।
প্রসঙ্গত, অ্যাক্সিওম স্পেস এক্স একটি আন্তর্জাতিক পর্যায়ের প্রাইভেট মহাকাশযান।
এর আগে অ্যাক্সিওম স্পেস তিনটি অভিযান চালিয়েছিল আন্তর্জাতিক স্পেস সেন্টারে। অ্যাক্সিওম ১ অভিযান শুরু হয়েছিল ২০২২ সালের এপ্রিল মাসে। সেই অভিযান চলেছিল ১৭ দিন ধরে। অ্যাক্সিওম ২ চলেছিল ২০২৩ সালের মে মাসে এবং অ্যাক্সিওম ৩ অভিযান হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে। এই শেষ অভিযানটি ১৮ দিন ধরে চলেছিল।
সূত্র : খালসা ভোক্স ও হিন্দুস্তান টাইমস