বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এক সরকারি সফরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন।
সফরকালে বিমানবাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমানবাহিনী প্রধান এয়ার স্টাফ টক অ্যান্ড একচেঞ্জ ট্রেনিং অ্যান্ড এক্সসারসাইজ ও সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমানবাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করবেন।