Home আন্তর্জাতিক ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প

ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প

SHARE

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে শনিবার এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে এই খবর জানায় বিবিসি।

মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, কিউবার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে।
অন্যদিকে হন্ডুরাস ও কেম্যান দ্বীপপুঞ্জে তিন ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসে আঘাত হানতে পারে।

এক ডজনেরও বেশি দেশে সুনামির হুমকির প্রাথমিক সতর্কতা জারি করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরে তিনটি বাদে বাকি সব সতর্কতা বাতিল করে। পরে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, যদিও সতর্কতা শেষ হয়েছে, শক্তিশালী এবং অস্বাভাবিক স্রোত চলতে পারে। পানির কাছে সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করুন।

তবে, কেম্যান দ্বীপপুঞ্জের সরকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে যে, দ্বীপপুঞ্জটি এখনো সুনামি হুমকির মধ্যে রয়েছে। হন্ডুরাসের উত্তরেও সুনামি সতর্কতা জারি রয়েছে। তীরে বসবাসকারী বাসিন্দাদের অন্তর্দেশীয় অঞ্চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।