‘শরতের জবা’ সিনেমা দিয়ে গেল বছরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে কুসুম শিকদারের। মুক্তির পর এখন যেন বেশ মুক্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। এরমধ্যে আসন্ন ভালোবাসা দিবস নিয়ে কী পরিকল্পনা, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন একটি অনুষ্ঠানে। সেখানে তিনি জানান, ভালোবাসা দিবসে তার পরিকল্পনার কথা।
এসময় কুসুম শিকদার বলেন, ‘১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।’ এরপরই তার দিকে আসে, প্রেমের জন্য ডেট করতে যান কি না— এমন প্রশ্ন। জবাবে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ যাই।
দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’
এরপর প্রেম নিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।’