জার্মানিতে একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় শহর-রাজ্য হামবুর্গের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনের আঘাত তুলনামূলকভাবে কম।’
এ ছাড়া প্রায় ৮০ জন দমকলকর্মী দুর্ঘটনাস্থলে কাজ করছেন বলে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে।
অন্যদিকে জার্মান রেল সংস্থা ডয়চে বান জানিয়েছে, দুর্ঘটনাটি হামবুর্গের দক্ষিণাঞ্চলীয় রেনেবুর্গ এলাকায় ব্রেমেনগামী রুটের একটি লেভেলক্রসিংয়ে ঘটে।
বিল্ড পত্রিকা জানিয়েছে, দুর্ঘটনার সময় আন্ত নগর এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। অন্যদিকে স্থানীয় পত্রিকা হামবুর্গার আবেন্ডব্ল্যাট জানিয়েছে, লরিটি একটি রেলপথ নির্মাণকারী কম্পানির ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পরের ছবিতে দেখা যায়, রেলপথের অংশ ও ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে, লরিটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।