জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তার ওপর দেওয়া স্থগিতাদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সমুদ্রপথে জাহাজে করে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে আর অনিশ্চিয়তা থাকল না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গতকাল রবিবার জানিয়েছে, টাইটেল ২ ফান্ড দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফপি খাদ্য ক্রয় এবং বিরতরণ করতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য সকল বিদেশি সাহায্য স্থগিত রাখে। তবে জরুরি খাদ্য সহায়তার ওপর স্থগিতাদেশ ছিল না। তারপরও মার্কিন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন।
‘আমেরিকা ফার্স্ট’ বিদেশ নীতির সঙ্গে সকল সহায়তা সামঞ্জস্যপূর্ণ কি না তা পর্যালোচনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ডব্লিউএফপিকে মার্কিন অর্থায়নে প্রদত্ত বহু অনুদানের কাজ বন্ধ করতেও বলেছিল, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খাদ্য মওকুফ জারি করার পাঁচ দিন পরে এই আদেশ দেওয়া হয়েছিল। বাতিল করা অনুদানগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল ‘ফুড ফর পিস টাইটেল ২’ কর্মসূচির অধীনে। এই কর্মসূচির অধীনে মার্কিন পণ্য অনুদানে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করা হয়।
কমূসূচিটি মার্কিন কৃষি বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার) এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) যৌথভাবে পরিচালনা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্যের জন্য কোনো অনুরোধের জবাব দেয়নি।
ডাব্লিউএফপি-কে যে ইউএসএআইডি অনুদানের কাজ বন্ধ করতে বলা হয়েছিল, তার মূল্য কয়েক মিলিয়ন ডলার এবং এটি ইয়েমেন, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, সুদান, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি এবং মালিসহ দরিদ্র দেশগুলোতে খাদ্য সহায়তা প্রদান করে।
মার্কিন বৈদেশিক সাহায্য হ্রাস এবং পুনর্গঠনের ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টায় বিস্তারিত তথ্যের অভাব বিশৃঙ্খলা ও বিভ্রান্তির সৃষ্টি করেছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউএসএআইডির মহাপরিদর্শকের কার্যালয় জানিয়েছে, ‘অনিশ্চয়তার কারণে বন্দর, পরিবহন এবং গুদামে ৪৮৯ মিলিয়ন ডলারেরও বেশি খাদ্য সহায়তা নষ্ট, অপ্রত্যাশিত সংরক্ষণের চাহিদা এবং অন্যত্র স্থানান্তরের ঝুঁকিতে পড়েছে।
’
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএআইডি কর্মীরা পাঁচ লাখ মেট্রিক টনেরও বেশি খাদ্য শনাক্ত করেছেন, যা বর্তমানে সমুদ্রে রয়েছে অথবা পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে এবং টাইটেল ২ প্রোগ্রামের অধীনে সংগ্রহ করা হয়েছে।
সূত্র: রয়টার্স