Home খেলা কামিন্স-হ্যাজলউডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্কও

কামিন্স-হ্যাজলউডের পর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই স্টার্কও

SHARE

চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার।

স্টার্ক নিজেকে সরিয়ে নেওয়ায় অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি দলে মূল পেসারদের আর কেউই থাকছেন না। এর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড।
এ ছাড়া দলে নেই মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। ৫ জনের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন— শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

স্টার্কের না খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘আমরা মিচের সিদ্ধান্ত বুঝতে পেরেছি ও সম্মান করি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি মিচের অঙ্গীকার ও অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করাকে ও যেভাবে গুরুত্ব দেয় সেটাকে সম্মানের চোখেই দেখা হয়।
ওকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা কিন্তু টুর্নামেন্টে নিজেকে চেনানোর জন্য এটি অন্য কারও সুযোগও।’

চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া দল
স্টিভ স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিপক্ষে।