দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে কয়লা খনিতে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকার একটি খনিতে শ্রমিকদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল। যেখানে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে।
একজন আধাসামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘রাস্তার পাশে একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছানোর সময় বিস্ফোরিত হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এটি দূর থেকে চালানো কোনো চালিত ডিভাইস হতে পারে। তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ওই অঞ্চলের ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বালুচ গোষ্ঠীর বিদ্রোহের কেন্দ্রবিন্দু। ইসলামপন্থী সশস্ত্র যোদ্ধারাও এই অঞ্চলে সক্রিয়।
সূত্র: রয়টার্স