প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের মার্কিন আমলাতন্ত্রকে নতুনভাবে সাজিয়ে তলছে। কিন্তু এই পদেক্ষেপ নেওয়ার কারণে চাকরি হারাচ্ছে বহু মানুষ। এখন পর্যন্ত ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের তালিকায় মূলত সেসব কর্মীরাই রয়েছেন যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম।
রয়টার্স এবং অন্যান্য প্রধান মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই বরখাস্তের পাশাপাশি প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যা মার্কিন সরকারের ২৩ লাখ বেসামরিক কর্মীবাহিনীর প্রায় ৩ শতাংশ।
ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।
কিন্তু কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন। এমনকি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণকারী তার সহকর্মী রিপাবলিকানরা মূলত এই পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন।
সূত্র রয়টার্সকে জানিয়েছে, মাস্কের প্রচেষ্টার গতি এবং প্রশস্ততা সমন্বয়ের অভাবের কারণে ট্রাম্পের কিছু সহযোগীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যার মধ্যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলসও রয়েছেন।
চাকরি থেকে কর্মিদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প এবং মাস্ক কর্মীদের জন্য সিভিল-সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টা করেছেন।
বেশিরভাগ মার্কিন বিদেশি সাহায্য স্থগিত করেছেন এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো সিএফপিবির মতো কিছু সরকারি সংস্থা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ করার চেষ্টা করেছেন।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রায় অর্ধেক প্রবেশনারি কর্মীকে জোরপূর্বক ছাঁটাই করা হচ্ছে, এই ছাঁটাইয়ের সঙ্গে পরিচিত সূত্র রয়টার্সকে জানিয়েছে।
পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিরা শুক্রবার জানিয়েছেন, মার্কিন বন পরিষেবা প্রায় ৩ হাজার ৪০০ জন সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত কর্মীকে ছাঁটাই করছে। অন্যদিকে জাতীয় উদ্যান পরিষেবা প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করছে।
বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি জানিয়েছেন, কর-সংগ্রহকারী অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা আগামী সপ্তাহে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে।
অন্যান্য ব্যয় হ্রাসও উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ এমন পদক্ষেপে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
লস অ্যাঞ্জেলেসে দাবানলে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার এক মাস পরেও ফেডারেল সংস্থা ও কর্মসূচির আওতায় ঋতুকালীন
ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করে দিয়েছে। এমনকি অগ্নি ঝুঁকি কমানোর জন্য বন থেকে মৃত গাছ অপসারণের কাজও বন্ধ।
সমালোচকরা ইলন মাস্কের এই কঠোর কৌশলের ব্যাপক সমালোচনা করছেন। বরখাস্ত হওয়া ফেডারেল কর্মচারীরা হতাশ হয়েছে। সেনাবাহিনীতে এবং প্রতিরক্ষা বিভাগে মোট ১৭ বছর কাজ করার পর ইউএসডিএর ইকোনমিক রিসার্চ সার্ভিসে যোগ দিয়েছিলেন নিক গিওয়া। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য অনেক কিছু করেছি এবং একজন ভেটেরান হিসেবে আমি মনে করি আমার দেশ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে!’
জ্বালানি বিভাগের ১ হাজার ২০০ থেকে ২ হাজার কর্মীকে বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে ৩২৫ জন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন। তবে এই বরখাস্তের আদেশ ‘আংশিক প্রত্যাহার’ করা হয়েছে।
তবে শিগগিরই তালিকায় হাজারের অধিক কর্মী যুক্ত হতে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর আদায়কারী সরকারি সংস্থা ইন্টারনাল রেভিন্যু সার্ভিস (আইআরএস) গতকাল শুক্রবার জানিয়েছে, সামনের সপ্তাহেই ১ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হবে। আইআরএস যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি দপ্তর।
সূত্র: রয়টার্স