পর্দা উঠছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ মর্যাদাপূর্ন উৎসব। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এ আসরে ‘স্বর্ণভালুক’ পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সম্মানসূচক ‘স্বর্ণভালুক’ প্রদাণ করা হয় ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটনকে।
বৃহস্পতিবার রাতে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক ‘স্বর্ণভালুক’ পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। পুরস্কার গ্রহণের সময় অভিনেত্রীর মুখে উঠে আসে গাজা প্রসঙ্গ। নাম উল্লেখ না করেই গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কড়া সমালোচনা করেন ৬৪ বছর বয়সী এ অভিনেত্রী।
টিলডা বলেন, ‘রাষ্ট্রীয় মদদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গণহত্যা আমাদের দেখতে হচ্ছে।’
সম্প্রতি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানে পাঠাতে চান। মনে করা হচ্ছে, বার্লিনে সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন টিলডা। এ ছাড়া বিশ্বজনীন উৎসবে পরিণত হওয়ার জন্য বার্লিনের প্রশংসা করেন অভিনেত্রী।
আলোচিত জার্মান নির্মাতা টম টাইকওয়ার পরিচালিত ‘দ্য লাইট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। ‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম: দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন টম। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’। জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই শুরু হলো ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এবার মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। এবারের উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরামা বিভাগের বিচারক থাকবেন তিনি। এ ছাড়া উৎসবের বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’)। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।