ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা’। এ বছর বাফটার সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এ বছর বাফটায় আলোচিত ‘দ্য ব্রুটালিস্ট’কে হারিয়ে সেরার শিরোপা ঘরে তুলেছে সিনেমাটি।
ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দ্য ব্রুটালিস্টের জন্য সেরা প্রধান অভিনেতার পুরস্কার ের সাথে অ্যাড্রিয়েন ব্রডি।
বাফটা আওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিলেন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ‘আনোরা’ সিনেমায় অসাধারণ অভিনয় করে এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এই সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাইকি।
বাফটায় এ বছর ‘এমিলিয়া পেরেজ’-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা।
সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন কেরেন চালকিন। ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য এ পুরস্কার জেতেন তিনি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ব্র্যাডি করবেট। এমিলিয়া পেরেজের জন্য সেরা নন-ইংরেজি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাক অডিয়ার্ড।
সেরা রাইজিং স্টার পুরস্কার জয় করেছেন ডেভিড জনসন। বাফটা ফেলোশিপ পুরস্কার দেওয়া হয়েছে ওয়ারউইক ডেভিসকে। এছাড়াও প্রায় ২৬টি ক্যাটাগরিতে বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার ।
এই বছরের বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে লন্ডনের সাউথব্যাঙ্ক সেন্টারের রয়্যাল ফেস্টিভাল হলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডেভিড টেন্যান্ট।