Home আন্তর্জাতিক ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, মনে করেন ৫৭% মার্কিন

ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, মনে করেন ৫৭% মার্কিন

SHARE

মার্কিন নির্বাচনে ভূমিধস জয় নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে।
৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন।

এই এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছে ৪৩ শতাংশ মার্কিন, ৪৮ শতাংশ বিরোধিতা করছে। এর মধ্যে তীব্র বিরোধিতা করছে ৩৭ শতাংশ, তীব্র সমর্থন দিচ্ছে ২৭ শতাংশ। জরিপ অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছে, ৯০ শতাংশ ডেমোক্র্যাট বিরোধিতা করছে।
স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তাঁর পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও অর্ধেকের বেশি এর বিরোধিতা করছে।

সূত্র : এএফপি, বিবিসি।